News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩১, ২৭ অক্টোবর ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি: ৯৯ দিন পর হাসপাতাল ছাড়ল দগ্ধ নাভিদ

মাইলস্টোন ট্র্যাজেডি: ৯৯ দিন পর হাসপাতাল ছাড়ল দগ্ধ নাভিদ

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ আরেক শিক্ষার্থী মো. নাভিদ নেওয়াজ (১২) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে তাকে ছাড়পত্র দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাভিদের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ইকবাল হোসেনের ছেলে। পরিবারটি বর্তমানে উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করে। ৯৯ দিন হাসপাতালে কাটানোর পর তাকে ছাড়া হলো।

এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে ৩১ জনকে ছাড়পত্র দেয়া হলো। এখনো ভর্তি রয়েছে পাঁচজন। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এ হাসপাতালে মৃত্যু হয় ২০ জনের।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন বলেন, ‘ শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার দুপুরের দিকে মো. নাভিদ নেওয়াজকে ছাড়পত্র দেয়া হয়। আমাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ৩১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে পাঁচজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আশা করছি তারাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে, ইনশাল্লাহ। 

‘নৈতিক মূল্যবোধের শিক্ষা শুরু হতে হবে বাড়ি থেকে’

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে প্রশিক্ষণ চলাকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়। আহত হয় শতাধিক।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়