News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৪, ২৫ অক্টোবর ২০২৫

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের শহরগুলোর মধ্যে চতুর্থ স্থানে

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের শহরগুলোর মধ্যে চতুর্থ স্থানে

ছবি: সংগৃহীত

ঢাকার বায়ুদূষণ বিশ্বের শহরগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে উঠে এসেছে। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের (IQAir) 

শনিবার (২৫ অক্টোবর) প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী সকাল ৯টায় ঢাকার বাতাসের মান ১৭৯ স্কোরে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাজধানীর বাতাসে এই বস্তুকণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নিরাপদ মানের চেয়ে প্রায় ১৭ গুণ বেশি।

কল্যাণপুরে বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’ (AQI ২১২), অন্য এলাকায় যেমন বেচারাম দেউড়ি (১৯৮), দক্ষিণ পল্লবী (১৮৭), ইস্টার্ন হাউজিং (১৭৯), গোড়ান (১৬৪), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৫৮), গুলশান গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৫) ও তেজগাঁও শান্তা ফোরাম (১৫৫) ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।

বিশ্বের বায়ুদূষণ তালিকায় ঢাকার চেয়েও খারাপ অবস্থানে আছে তিনটি শহর। শীর্ষে পাকিস্তানের লাহোর (৩৬৩, ‘বিপজ্জনক’), এরপর ভারতের দিল্লি ও কলকাতা (‘খুবই অস্বাস্থ্যকর’)।

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীর সঙ্গে আটক পুলিশ, স্থানীয় উদ্যোগে বিয়ে

IQAir-এর মানদণ্ড অনুযায়ী, ১৫১–২০০ স্কোরের মধ্যে থাকা শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’, ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক ধরা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়