News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৬, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ১০:১৬, ২৫ অক্টোবর ২০২৫

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা এবং দেশটির সাবেক রানি সিরিকিত মারা গেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে থাই রয়্যাল প্যালেস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

রানি সিরিকিত রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী ছিলেন, যিনি ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। দম্পতি ছয় দশকেরও বেশি সময় একসঙ্গে ছিলেন।

থাই রাজপ্রাসাদ জানিয়েছে, রাজা মাহা ভাজিরালংকর্ন তার মায়ের মরদেহের জন্য রাজকীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন। রানির মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে শায়িত হবে এবং রাজপরিবার এক বছরের শোক পালন করবে।

আরও পড়ুন: পাকিস্তানমুখী কুনার নদীতে বাঁধ নির্মাণ করবে আফগানিস্তান

সাবেক রানি সিরিকিতের মৃত্যুতে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে তার রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়