হোয়াটসঅ্যাপে বন্ধ হচ্ছে এআই চ্যাটবট
ছবি: ইন্টারনেট
হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালা অনুযায়ী, আগামী বছর ১৫ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপে অন্য প্রতিষ্ঠানের তৈরি সাধারণ এআই চ্যাটবট ব্যবহার বন্ধ হবে। এর ফলে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, লুজিয়া ও পোকের মতো চ্যাটবট হোয়াটসঅ্যাপে চালু থাকবে না।
হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, এই নিয়ম কেবল সাধারণ এআই সহকারী বা চ্যাটবটের জন্য প্রযোজ্য। ব্যবসা বা গ্রাহক-নির্দিষ্ট যোগাযোগে ব্যবহৃত গ্রাহকসেবা চ্যাটবটের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। যেমন, বুকিং সহকারী বা এয়ারলাইন্সের ফ্লাইট তথ্য জানানো চ্যাটবট চলবে।
মেটার আরও জানায়, হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই মূলত ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে যোগাযোগের জন্য তৈরি হয়েছিল। কিন্তু কিছু প্রতিষ্ঠান এপিআই ব্যবহার করে সাধারণ এআই চ্যাটবট পরিচালনা করছে, যা হোয়াটসঅ্যাপের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।
আরও পড়ুন: ১৫ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ
বাজার বিশ্লেষকরা মনে করছেন, সিদ্ধান্তের পেছনে রয়েছে বাণিজ্যিক কারণ। নতুন নীতিমালা কার্যকর হলে মেটা নিজেদের নিয়ন্ত্রণ ও আয়ের কাঠামো আরও শক্তভাবে নির্ধারণ করতে পারবে। সূত্র: ইন্ডিয়া টুডে
নিউজবাংলাদেশ.কম/এসবি








