News Bangladesh

লালমনিরহাট সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৩, ২৫ অক্টোবর ২০২৫

লালমনিরহাটে অটোরিকশা উল্টে খাদে পড়ে ২ যাত্রী নিহত, আহত ১

লালমনিরহাটে অটোরিকশা উল্টে খাদে পড়ে ২ যাত্রী নিহত, আহত ১

ছবি: নিউজবাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিকশা উল্টে খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন যাত্রী। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার মহিষখোচা বাজার-আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর গ্রামের তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া (৬০) এবং একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক (৩৫)।

স্থানীয়রা জানান, মহিষখোচা বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে অটোরিকশাটি আদিতমারীর দিকে যাচ্ছিল। আনছার পুকুরপাড়ে পৌঁছালে অটোতে উঠেন আতিকুল ইসলাম আতিক। এর কিছু দূর এগিয়ে যাওয়ার পরই সেটি খাদে উল্টে নিচের গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আতিকুল ইসলাম। আহত হন বকুল মিয়াসহ একজন যাত্রী।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকেত

আহতদের দ্রুত উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, বকুল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে, রংপুর যাবার পথেই তার মৃত্যু হয়। অপর আহত যাত্রীকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়