নিষেধাজ্ঞা শেষে নদীতে নামার অপেক্ষায় চাঁদপুরের জেলেরা
ছবি: সংগৃহীত
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীসহ দেশের বিভিন্ন নদীতে ২২ দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা শেষ হয়ে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে জেলেরা নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘ বিরতির পর অর্ধলক্ষাধিক জেলের আশা, রূপালি ইলিশে ভরে উঠুক জালের ভাঁজ এবং ফিরুক মুখের হাসি।
নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। এই সময়ে চাঁদপুরে ৪৫,৬১৫ জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছিল। জেলেরা বলছেন, এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল এবং তারা কঠোর আর্থিক সংকটে ছিলেন।
জেলেরা শেষ মুহূর্তে নৌকা মেরামত ও জাল সেলাই করছেন। মেঘনা পাড়ের মজিব দেওয়ান বলেন, “নিষেধাজ্ঞা মেনে চলেছি, কিন্তু কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ শিকার করেছে। আশা করছি এবার নদীতে ভালো ধরা হবে।”
আরও পড়ুন: ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের শহরগুলোর মধ্যে চতুর্থ স্থানে
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান চালানো হয়েছে। চারশোরও বেশি অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের জরিমানা ও জেল দেওয়া হয়েছে। প্রশাসক আশাবাদী, মা ইলিশের ডিম সঠিকভাবে জাটকায় পরিণত হলে আগামী মৌসুমে ইলিশ আহরণের লক্ষ্য পূরণ হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








