টাইগারদের ব্যাটিং ধস, উইন্ডিজ ১৬ রানে জয়
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরে গেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় লিটন দাসের দল। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শাই হোপের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ছিল তুলনামূলক ধীর—পাওয়ার প্লের ৬ ওভারে তারা বিনা উইকেটে তোলে ৩৫ রান। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস এই সময়ে চারজন বোলার ব্যবহার করেন। সপ্তম ওভারের পর থেকেই হাত খুলতে শুরু করেন দুই ওপেনার আলিক আথানেজ ও ব্র্যান্ডন কিং।
রিশাদ হোসেন বাংলাদেশকে এনে দেন প্রথম সাফল্য। ২৭ বলে ৩৪ রান করা আথানেজকে বোল্ড করেন তিনি। ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলেই ব্র্যান্ডন কিংকে (৩৩) আউট করেন তাসকিন আহমেদ—টি-টোয়েন্টিতে কিংয়ের বিপক্ষে এটি ছিল তার টানা চতুর্থ শিকার। একই ওভারের পরের বলেই রাদারফোর্ডকে আউট করে ডাবল স্ট্রাইক নেন তাসকিন।
১৩ ওভার শেষে উইন্ডিজের রান ছিল ৮৪/৩। এরপর চতুর্থ উইকেটে দাপুটে জুটি গড়েন অধিনায়ক শাই হোপ ও রভম্যান পাওয়েল। শেষ পাঁচ ওভারে তারা তোলে ৬৪ রান, যার মধ্যে শেষ দুই ওভারে আসে ৩৬ রান।
শেষ ওভারে তানজিম হাসান সাকিবের বিপক্ষে টানা তিন ছক্কা হাঁকিয়ে নিজের ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ঝলক দেখান পাওয়েল। হোপ অপরাজিত থাকেন ২৮ বলে ৪৬ রানে, আর পাওয়েল ২৮ বলে ৪৪ রানে। দুজনের ইনিংসেই ছিল ৪টি ছক্কা ও ১টি করে চার। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছেদ্য জুটি ছিল ৮৩ রানের।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে সবচেয়ে কৃপণ বোলিং করেন। তাসকিন আহমেদ ২ উইকেট নেন, রিশাদ পান ১টি উইকেট।
আরও পড়ুন: ভারত থেকে প্রায় ৭ কোটি টাকা নিয়ে ফিরছে বাংলাদেশের মেয়েরা
১৬৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে উজ্জীবিত সূচনা পায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম ইনিংসের প্রথম ওভারে তুলে নেন ১২ রান। তবে দলীয় ১৬ রানের মাথায় ব্যক্তিগত ১৫ রানে ক্যাচ আউট হয়ে তানজিদ তামিম ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।
এরপর ক্রিজে আসেন অধিনায়ক লিটন দাস, কিন্তু ইনজুরি কাটিয়ে ফিরে তিনি ব্যর্থ—দলীয় ২৯ রানে ক্যাচ দিয়ে বিদায় নেন। পরের ওভারেই সাইফ হাসান (১৫) আউট হয়ে ফেরেন সাজঘরে। তাসকিনের পর শামিম পাটোয়ারীও বেশি সময় টিকতে পারেননি; হোল্ডারের বলে বোল্ড হয়ে ফেরেন ৪১ রানের মাথায়।
৬ ব্যাটার ফেরার পর দলের রান তখন ৭৭। মাঝের ওভারে তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদের ব্যাটে খানিকটা আশার আলো দেখেছিল টাইগার শিবির। তাদের ৪০ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
তবে দলীয় ১১৭ রানের মাথায় সাকিব (২৭ বলে ৩৩) আউট হলে ভাঙে জুটি। এরপর ১২৩ ও ১২৯ রানে সাজঘরে ফেরেন যথাক্রমে নাসুম আহমেদ (১৩ বলে ২০) ও রিশাদ হোসেন। শেষ দিকে বোলারদের ঝোড়ো ব্যাটিংয়ে লড়াইটা টেনে নেয় বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত ১৪৯ রানে গুটিয়ে যায় লিটনবাহিনী।
বাংলাদেশের পক্ষে তাওহিদ হৃদয় করেন ২৫ বলে ২৮ রান, তানজিদ তামিম ৫ বলে ১৫, তানজিম সাকিব ২৭ বলে ৩৩ এবং নাসুম আহমেদ ১৩ বলে ২০ রান করেন।
শেষ পর্যন্ত ১৬ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে গেল শাই হোপের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী ম্যাচে সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশকে ফিরতে হবে ঘুরে দাঁড়ানোর মানসিকতা নিয়ে।
- ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ (হোপ ৪৬*, পাওয়েল ৪৪*, আথানেজ ৩৪)
- বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪৯ (তানজিম ৩৩, তাওহিদ ২৮, নাসুম ২০)
- ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ জয়ী ১৬ রানে
- সিরিজ অবস্থা: উইন্ডিজ ১–০ এগিয়ে
- সেরা বোলার (বাংলাদেশ): নাসুম আহমেদ – ৪-০-১৫-০
- সেরা ব্যাটসম্যান (উইন্ডিজ): শাই হোপ – ৪৬* (২৮)
চট্টগ্রামের দর্শকভর্তি সাগরিকায় বাংলাদেশের ব্যাটিং ধস আবারও মনে করিয়ে দিল সাম্প্রতিক টি-টোয়েন্টি ব্যর্থতার ধারাবাহিকতা। এখন নজর সিরিজের দ্বিতীয় ম্যাচে, যেখানে ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই টাইগারদের।
নিউজবাংলাদেশ.কম/পলি








