News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৫, ২৬ অক্টোবর ২০২৫

ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জয় চাইছে বাংলাদেশ নারী দল

ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জয় চাইছে বাংলাদেশ নারী দল

ফাইল ছবি

নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শেষ করতে জয় নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে টাইগ্রেসরা মুখোমুখি হবে স্বাগতিক ভারতকে। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে।

নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ দল ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। তবে শেষটা জয় দিয়ে সম্পন্ন করার উদ্দীপনা রয়েছে টাইগ্রেসদের মধ্যে। বাংলাদেশ তাদের দ্বিতীয় বিশ্বকাপে দারুণভাবে শুরু করেছিল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়ে সাফল্যের সূচনা হয়।

তবে এরপর পাকিস্তানের বিপক্ষে জয়ের পর টানা ৫ ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়। ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে এবং সর্বশেষ শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুযোগ ছিল।

৬ ম্যাচ খেলে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আট দলের টুর্নামেন্টে অষ্টম স্থানে রয়েছে। শেষ ম্যাচে জয় পেলে তারা সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবে। একই সময়ে ৭ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে পাকিস্তান টেবিলের সপ্তম স্থানে রয়েছে।

আরও পড়ুন: ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার

বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন পর্যন্ত ওয়ানডেতে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ১ জয় ও ১টি টাই অর্জন করেছে, বাকি ৬টিতে হেরেছে।

অন্যদিকে ভারত সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত করেছে। দলের লক্ষ্য এখন জয় ধরে রাখা ও ফাইনালের প্রস্তুতি আরও শক্ত করা। তিন ম্যাচ হারের পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের দল।

বাংলাদেশের জন্য ম্যাচটি প্রমাণ করার সুযোগ হিসেবে দেখা যাচ্ছে। ভারতের সঙ্গে সম্প্রতি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে তাদের ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগালে জয়ের সম্ভাবনা রয়েছে সফরকারীদের।

তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ এখনও পর্যন্ত হতাশ করেছে। বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকাতে সক্ষম হলেও রানরেট ধরে রাখতে ব্যর্থ হয়েছেন জ্যোতি ও সুপ্তারা। ম্যাচে ভালো ইনিংস গড়তে পারলে ব্যাটসম্যানরা ভারতের বিপক্ষে জয় নিশ্চিত করতে পারবে।

সুতরাং, রবিবার বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া এই ম্যাচ বাংলাদেশের নারী ক্রিকেট দলের জন্য শুধু একটি শেষ ম্যাচ নয়, বরং নিজেদের দক্ষতা ও সম্ভাবনা প্রমাণ করার একটি বড় সুযোগ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়