News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৩, ২৬ অক্টোবর ২০২৫

রাজধানীতে গ্যাসের গন্ধ, আতঙ্কিত নগরবাসী

রাজধানীতে গ্যাসের গন্ধ, আতঙ্কিত নগরবাসী

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে বাতাসে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। 

শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাষানটেক, দক্ষিণখানসহ একাধিক স্থানে এই গন্ধ অনুভূত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

গন্ধের উৎস নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার অনেক বাসিন্দা। কেউ কেউ গ্যাস লিকেজের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে এ বিষয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: পে স্কেলে নিয়ে ২১ দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারশনের

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান গণমাধ্যমকে জানান, ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কার কাজের সময় পাইপলাইনে এক ধরনের রাসায়নিক পদার্থ দেওয়া হয়। এর কারণে বাতাসে গ্যাসের মতো গন্ধ ছড়াতে পারে। আবার পাইপলাইন লিকেজের কারণেও অনেক সময় এমন গন্ধ ছড়ায়।

তিনি আরও বলেন, এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোন এলাকায় এমন সমস্যা হচ্ছে তা জানিয়ে তিতাসের হেল্পলাইনে ফোন দিলে আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাবে।

তিতাস কর্তৃপক্ষের মতে, গন্ধের বিষয়টি নজরে এসেছে এবং সংশ্লিষ্ট টিমগুলো প্রস্তুত রয়েছে দ্রুত ব্যবস্থা নিতে। জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি গুজব বা আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে নাগরিকদের সচেতনতা ও দ্রুত তথ্য প্রদানই হতে পারে সম্ভাব্য বিপদ প্রতিরোধের কার্যকর উপায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়