সাতসকালে ট্রাকচাপায় তিন স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত
পাবনা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের বাঙ্গাবাড়ী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, সকালে একটি অটোভ্যান পাবনার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক এসে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং দুজন গুরুতর আহত হন।
তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মুস্তাফিজুর আরও জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি, তবে পরিচয় শনাক্তের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: নির্বাচন কমিশন ভবনের পাশে ককটেল বিস্ফোরণ, আটক ১
এদিকে, পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান ঘটনাস্থল থেকে জানান, নিহতদের মধ্যে দুইজন স্কুলশিক্ষার্থী এবং একজন অটোভ্যানচালক। তারা সকালে স্কুলে যাচ্ছিলেন। নিহত দুই শিক্ষার্থী হলেন—তাসনিয়া ও তোহা। তারা দুজনই পাবনা জালালপুরের পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত ভ্যানচালকের নাম আকরাম, তবে বিস্তারিত ঠিকানা এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যান পুষ্পপাড়া এলাকা থেকে জালালপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝাই ট্রাকটি আরেকটি গাড়িকে বাঁচাতে হঠাৎ ব্রেক করলে ভারসাম্য হারিয়ে ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তাসনিয়া, তোহা এবং ভ্যানচালক আকরাম মারা যান।
দুর্ঘটনায় আহত হন সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাদ হোসেন। তাকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই অংশে ভারী যানবাহন দ্রুতগতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
পাবনা জেলা হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক।
ওসি মুস্তাফিজুর রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত গতি ও ভারসাম্য হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ঘটনাস্থলের যান চলাচল স্বাভাবিক করেছে এবং দুর্ঘটনা তদন্তে একটি পৃথক টিম কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/পলি








