News Bangladesh

লক্ষ্মীপুর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২১, ২৬ অক্টোবর ২০২৫

মাহফুজ আলমের সম্ভাব্য প্রার্থীতা নিয়ে এনসিপির উঠান বৈঠক

মাহফুজ আলমের সম্ভাব্য প্রার্থীতা নিয়ে এনসিপির উঠান বৈঠক

ছবি: নিউজবাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যদি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন, তাহলে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রার্থী হবেন—এমন সম্ভাবনার কথা জানিয়েছেন তার ভাই ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনতার উঠান বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রচারণা: ১ টাকা কেজি গরুর মাংস বিক্রির ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর

মাহবুব আলম বলেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যেহেতু এখনো সরকারের অংশ, তিনি যদি পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হন, তাহলে রামগঞ্জের মানুষ আশা করছে তিনি এ আসন থেকে নির্বাচন করবেন। তিনি রামগঞ্জের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যাশিত রামগঞ্জ উপহার দিতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, এনসিপির সংগঠক মেহেদী হাসান, মাঈন উদ্দিন মাসুদ, মাসুম বিল্লাহসহ আরও অনেকে।

বৈঠক শেষে মাহবুব আলম পানপাড়া বাজারে এনসিপির ‘নতুন বাংলাদেশের’ ইশতেহারের লিফলেট বিতরণ করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়