News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৮, ২৬ অক্টোবর ২০২৫

এক এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম থাকতে পারবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এক এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম থাকতে পারবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ডের সংখ্যা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা চেষ্টা করছি জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ সাতটি সিমকার্ড রেজিস্ট্রেশন করতে পারেন— এমন ব্যবস্থা করতে। একজনের সিমকার্ড অন্যজন ব্যবহার করে অনেক সময় অপরাধ করে, ফলে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এ কারণেই রেজিস্ট্রেশনের সংখ্যা সীমিত করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে কিছু সমস্যার সমাধান করে এবং জনগণ সচেতন থাকে, তাহলে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে।”

এ সময় যেকোনো অনিয়মের খবর প্রকাশে গণমাধ্যমকে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরও পড়ুন: মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, ট্রেন চলাচল বন্ধ

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়