News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫১, ২১ অক্টোবর ২০২৫
আপডেট: ২২:১৩, ২১ অক্টোবর ২০২৫

সুপার ওভারে ১ রানে হারলো বাংলাদেশ

সুপার ওভারে ১ রানে হারলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচটি সমান রানেই শেষ হয়। ৫০ ওভারের ম্যাচে দুই দলই ৭–৯ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করায় ম্যাচটি টাই হয়ে যায় এবং খেলা সুপার ওভারে গড়ে।

ম্যাচের সুপার ওভার নাটকীয়তায় ভরা। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ সুপার ওভারে ১১ রান তাড়া করতে নামায় সাইফ হাসান ও সৌম্য সরকারকে। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল করেন আকিল হোসেন। প্রথম বলটি হোয়াইড হওয়ায় ৬ বল হাতে থাকে ১০ রানের জন্য। দ্বিতীয় বলেও বাংলাদেশ ৩ রান নিলে সেটিও নো বল হিসেবে গণ্য হয়। প্রথম বৈধ বলে ১ রান হলে ৫ বল হাতে থাকে ৬ রান প্রয়োজন।

পরবর্তী বলটি ডট হয়, তৃতীয় বলে সাইফ ১ রান নেন। ৩ বলে দরকার ৫ রান। এরপর সৌম্য সরকার ক্যাচ আউট হলে শেষ ২ বলে ৫ রান প্রয়োজন, হাতে ১ উইকেট। নাজুমল হেসেন শান্ত মাঠে নামেন এবং প্যাডে লেগে ১ রান নেন। শেষ ১ বলে প্রয়োজন ৩ রান, কিন্তু বাংলাদেশ ১ রানের বেশি নিতে পারেনি। ফলে ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে ১ রানে জয়লাভ করে।

এর আগে, ৫০ ওভার ম্যাচে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ ৪৫ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। জবাবে ওয়েস্ট ইন্ডিজও ৯ উইকেট হারিয়ে সমান ২১৩ রান সংগ্রহ করে। শেষ বলের প্রয়োজন ছিল ৩ রান; ২ রান হলে ম্যাচ ড্র হতো।

আরও পড়ুন: সুপার ওভারে ম্যাচ সমাপ্তি: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টাই

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নতুন বল নাসুম আহমেদের হাতে তুলে দেন। মাত্র তিন বলেই নাসুম ব্রেন্ডন কিংকে লেগ বিফোর আউট করেন। শুরুতেই দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ চালান মিরাজ ও নাসুম। আলিক আথানজে ও কেসি কার্টির দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন রিশাদ হোসেন। পরে একইভাবে কার্টিকও ফেরান তিনি।

আক্যাম অগাস্টে, শারেফানে রাদারফোর্ড, রোস্টন চেসরা দ্রুত আউট হন। সপ্তম উইকেট আসে ১৩৩ রানে। তবে শাই হোপ ও জাস্টিন গ্রেভস ৪৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে। মিরাজ ২৬ রান করা গ্রেভসকে আউট করেন। পরে হোপ ১৬ রান করে আউট হন। অপরাজিত থাকেন হোপ ৫৩ রানে।

বাংলাদেশের শুরুটা ছিল সাবধানী; সৌম্য সরকার ও সাইফ হাসান দুজনেই দেখে–শুনে খেলছিলেন। তবে হঠাৎ ডিফেন্স করতে গিয়ে সাইফ আউট হন, মাত্র ১৬ রান করেন ১৬ বলেই। ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে নামানো হয় তাওহিদ হৃদয়কে। তিনি ১৯ বল খেলে ১২ রান করে আউট হন। নাজমুল হোসেন শান্তও ইনিংস বড় করতে ব্যর্থ হয়ে ২১ বল খেলে ১৫ রান করেন। অঙ্কন ৩৫ বল খেলে ১৭ রান করে আউট হন।

নাটকীয়ভাবে টাই হওয়া ম্যাচের পর সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে। তিন ফরম্যাট মিলিয়ে এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম টাই।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়