News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫১, ৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:০০, ৫ ডিসেম্বর ২০২৫

৮০ রানে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

৮০ রানে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ের প্রদর্শনীতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে মাত্র ৮০ রানে গুটিয়ে দিয়ে জয় লাভ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরে এসেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই চাপে পড়ে। মাত্র ৭ রানে ওপেনার অতশী মজুমদার ফিরলে দলের উদ্বোধনী জুটি ভেঙে যায়। এরপর দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়ে পাকিস্তান কিছুটা সামলে ওঠার চেষ্টা করলেও তা ভাঙেন জারিন তাসনিম লাবণ্য। আরও কিছুক্ষণ পর ২৮ রানের জুটি থামান হাবিবা ইসলাম পিংকি।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন কোমাল খান। এছাড়া জুফিশান আয়াজ ও রাভাইল ফারহান যথাক্রমে ১৭ ও ১৫ রান করে। বাংলাদেশের পেসার হাবিবা ইসলাম পিংকি মাত্র চার ওভারে ১৭ রানে চারটি উইকেট নেন এবং ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন।

আরও পড়ুন: আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও শুরুতে বিপাকে পড়ে। মাত্র চার রানে প্রথম উইকেট হারায় দল। এরপর ২৭ রানের জুটি গড়ে কিছুটা স্থিতিশীলতা আনে স্বাগতিকরা। তবে ৩৬ রানে চার উইকেট হারিয়ে দল চাপে পড়ে।

এই চাপে থাকা পরিস্থিতিতে এক প্রান্ত সামলান সুবর্ণা। তিনি ৩৮ বলে দায়িত্বশীল ৩২ রান করে দলের জয়ের পথ খুঁজে দেন। শেষ দিকে সাদিয়া আক্তার টানা দুই বলেই দুটি চার হাঁকিয়ে ১০ বলে অপরাজিত ১৩ রানে দলকে জয় নিশ্চিত করেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল এই জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে এবং আগামী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নির্ধারণ হবে সিরিজ বিজয়ী।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়