২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র শুক্রবার, ইতিহাসে সর্বাধিক ৪৮ দল খেলবে
ছবি: সংগৃহীত
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে।
শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়)। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ড্র পরিচালনা করবেন।
এই বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় হবে, কারণ এবার অংশ নেবে ৩২ দলের বদলে ৪৮ দল। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।
ড্রের পরদিন (৬ ডিসেম্বর) ফিফা সব ম্যাচের সূচি প্রকাশ করবে। অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ফিফার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।
ড্রয়ে নিশ্চিত দেশসমূহ
যৌথ আয়োজক: যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা
এশিয়া (এএফসি): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান
আফ্রিকা (সিএএফ): আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া
উত্তর-মধ্য আমেরিকা (কনক্যাকাফ): কুরাসাও, হাইতি, পানামা
দক্ষিণ আমেরিকা (কনমেবল): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে
ওশেনিয়া (ওএফসি): নিউজিল্যান্ড
ইউরোপ (উয়েফা): অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড
মৌলিক ফাঁকা ৬টি জায়গা
৪৮ দলের এই বিশ্বকাপে এখনও ৬টি জায়গা ফাঁকা।
৪টি স্থান আসবে ইউরোপের (উয়েফা) ১৬ দলের প্লে-অফ থেকে।
বাকি ২টি স্থানের জন্য লড়াই করবে বলিভিয়া, কঙ্গো ডিআর, ইরাক, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম।
আরও পড়ুন: চোট নিয়েও নেইমারের হ্যাটট্রিক
ড্র পদ্ধতি
ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ৪৮ দলকে ৪টি পটে ভাগ করা হয়েছে, প্রতিটি পটে ১২টি দল।
স্বাগতিক তিন দেশ ১ নম্বর পটে।
প্লে-অফ বিজয়ী ৬টি দল ৪ নম্বর পটে।
শীর্ষ বাছাই দেশ স্পেন ও আর্জেন্টিনা বিপরীত ভাগে থাকবে, যাতে ফাইনালের আগে মুখোমুখি না হয়। একই নিয়ম প্রযোজ্য ফ্রান্স ও ইংল্যান্ডের ক্ষেত্রেও।
নিউজবাংলাদেশ.কম/এসবি








