কনসার্ট মাতিয়ে হাসপাতালে মালাইকা অরোরা
 
									মালাইকা অরোরা। ছবি: সংগৃহীত
বুধবার রাতে এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে ঝলমলে পারফরম্যান্সে মুগ্ধ করলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। গানের তালে নাচ, ঠোঁট মেলানো-সব মিলিয়ে দর্শকদের জন্য উপহার দিলেন এক চমকপ্রদ পারফরম্যান্স।
তবে কনসার্ট শেষ না হতেই খবর আসে, মালাইকাকে দেখা গেছে হাসপাতালে। গাড়ির সামনে মাস্ক পরা অবস্থায় তোলা তার কয়েকটি ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে জল্পনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে।
প্রশ্ন উঠেছে, কনসার্টের পর এত সুস্থ ও স্বাভাবিক দেখানো মালাইকা হঠাৎ হাসপাতালে কেন? কেউ বলছেন, তিনি হয়তো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছেন। আবার কেউ মনে করছেন, অতিরিক্ত নাচানাচির কারণেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলা : সামিরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি মালাইকা অরোরা। তবে অনুরাগীদের একাংশ তার দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন সামাজিক মাধ্যমে।
নিউজবাংলাদেশ.কম/এসবি






































