জিমেইল-আউটলুকসহ ১৮ কোটি ৩০ লাখ পাসওয়ার্ড চুরি
ফাইল ছবি
বিশ্বব্যাপী জিমেইল, আউটলুক ও ইয়াহুসহ বিভিন্ন ই-মেইল সেবার ১৮ কোটি ৩০ লাখ পাসওয়ার্ড চুরি হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট জানিয়েছেন, বিপুলসংখ্যক এই পাসওয়ার্ড চুরির ঘটনা ঘটেছে কয়েক মাস আগে, যা এখন বিশ্বজুড়ে ই-মেইল ব্যবহারকারীদের বড় সাইবার ঝুঁকিতে ফেলেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিনথিয়েন্টের গবেষক বেঞ্জামিন ব্রান্ডেজ প্রথম এই তথ্য ফাঁসের ঘটনা শনাক্ত করেন। পরে তিনি বিষয়টি জানান ‘Have I Been Pwned’ ওয়েবসাইটকে-যেখানে ব্যবহারকারীরা যাচাই করতে পারেন তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে কি না।
ব্রান্ডেজ বলেন, শুধু শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। যদি কম্পিউটার ক্ষতিকর সফটওয়্যারে আক্রান্ত হয়, তবে পাসওয়ার্ড চুরি ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট জানান, প্রায় ৩.৫ টেরাবাইট আকারের এই তথ্যভান্ডার কোনো একক প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে পাওয়া হয়নি; বরং দীর্ঘ সময় ধরে বিভিন্ন কম্পিউটার থেকে ম্যালওয়্যারের মাধ্যমে সংগৃহীত অসংখ্য তথ্য একত্র করে তৈরি করা হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, একবার কোনো ব্যক্তিগত তথ্য ফাঁস হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং থামানো অত্যন্ত কঠিন হয়ে যায়।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যাদের ই-মেইল অ্যাকাউন্ট ঝুঁকিতে থাকতে পারে, তারা যেন অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন করেন এবং নিরাপত্তা বাড়াতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) চালু করেন। এই পদ্ধতিতে লগইনের সময় ফোনে একটি যাচাইকরণ কোড পাঠানো হয়, যা বাড়তি সুরক্ষা নিশ্চিত করে।
আরও পড়ুন: অ্যামাজন ৩০ হাজার কর্পোরেট কর্মী ছাঁটাই করছে
তারা আরও সতর্ক করেছেন, অনেকে একই পাসওয়ার্ড দিয়ে একাধিক সেবা ব্যবহার করেন-ফলে ই-মেইল হ্যাক হলে অন্যান্য অ্যাকাউন্টও ঝুঁকিতে পড়তে পারে। সূত্র: ডেইলি মেইল
নিউজবাংলাদেশ.কম/এসবি








