News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৭, ২৮ অক্টোবর ২০২৫

সাংবাদিকদের ভারত সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সমালোচনা

সাংবাদিকদের ভারত সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সমালোচনা

ফাইল ছবি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে মন্তব্যের পর পাল্টা প্রশ্ন না তোলায় সাংবাদিকদের সমালোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের সাংবাদিকরা ভারত সফরে গিয়েছিলেন। আপনাদের নিয়ে আমার একটা অবজারভেশন আছে। ভারতের পররাষ্ট্র সচিব যখন বলেছিলেন, তারা অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন চান—তখন আপনাদের মুখে তারা একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন। কিন্তু আপনারা কেউ সেই প্রশ্নটি করেননি। প্রশ্নটা ছিল—এই কথা গত ১৫ বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলো কি এই ফর্মুলায় সঠিক ছিল? সুযোগ থাকা সত্ত্বেও কেউ সেই প্রশ্নটি তোলেননি।

তিনি আরও বলেন, আমি অবাক হয়েছি, কারণ আপনাদের মধ্যে অনেক সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিক ছিলেন। ভারতের পররাষ্ট্র সচিব যখন সুযোগ দিয়েছিলেন, তখন অন্তত একটি প্রশ্ন তোলা যেত। বিব্রত না করলেও প্রশ্ন করার সুযোগ তো ছিল।

এর আগে দিল্লিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, তারা বাংলাদেশের আগামী নির্বাচনকে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক দেখতে চান। একইসঙ্গে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আইনি দিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সংবিধান সংস্কারে গণভোটের সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশনের

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আমরা আইনগত প্রক্রিয়া অনুসরণ করেছি। আদালতের নির্দেশেই আমরা আনুষ্ঠানিকভাবে ফেরতের অনুরোধ জানিয়েছি। ভারত এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানায়নি। তারা নিজেদের মতো করে বিষয়টি দেখছে।

তিনি আরও বলেন, তবে আপনারা যারা গিয়েছিলেন, তাদের বিষয়ে আমার একটা পর্যবেক্ষণ আছে। যেহেতু আপনি প্রশ্নটি তুললেন, তাই বলছি। ভারতের পররাষ্ট্র সচিব আপনাদের মুখে একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন, তিনি বলেছিলেন, তারা বাংলাদেশে আগামীতে একটি স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচন চান। তবে আপনাদের বলা উচিত ছিল গত ১৫ বছরে আপনারা (ভারত) এ প্রশ্ন তোলেননি কেন? আগের নির্বাচনগুলো কি সঠিক ছিল? তিনি (ভারতের পররাষ্ট্র সচিব) নিজে থেকেই এ সুযোগটি দিয়েছিলেন। কিন্তু আপনারা প্রশ্নটি করেননি।

এ সময় ইসলামী বক্তা জাকির নায়েক বাংলাদেশে আসছেন কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে কি না, সেটা আমি শুনিনি। আমার জানা নেই।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের পরিবর্তে নতুন যিনি বাংলাদেশের জন্য মনোনীত হয়েছেন, তাকে নিয়ে বিতর্কের বিষয়ে জানতে চাইলে মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে সমস্যা সৃষ্টি হয়, এমন কেউ এখানে আসবে না। এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়