News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৯, ২৮ অক্টোবর ২০২৫

সংবিধান সংস্কারে গণভোটের সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশনের

সংবিধান সংস্কারে গণভোটের সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশনের

ফাইল ছবি

জাতীয় নির্বাচনের আগে সংবিধান সংস্কার বিষয়ে গণভোট আয়োজনের পরামর্শ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে অবিলম্বে আদেশ জারির আহ্বানও জানিয়েছে কমিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

তিনি বলেন, সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবিলম্বে এ বিষয়ে আদেশ জারি করারও পরামর্শ দেওয়া হয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ জানান, এরই মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তিনি বলেন, আজকের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে, যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অবহিত করা হবে।

তিনি আরও বলেন, সরকার কীভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে, সেই বিষয়ে আমরা বিস্তারিত সুপারিশ দিয়েছি। কোন সুপারিশ অধ্যাদেশের মাধ্যমে, কোনটি আদেশের (অর্ডারের) মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, সেটি আমরা পৃথকভাবে উল্লেখ করেছি।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংবিধানসংক্রান্ত বিষয়ে মোট ৪৮টি পরামর্শ দেওয়া হয়েছে। 

অধ্যাপক আলী রীয়াজ বলেন, একসঙ্গে এই ৪৮টি বিষয় বাস্তবায়নে জনগণের ওপর গণভোট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, যেসব সংস্কারের সুপারিশ বাস্তবায়নে সাংবিধানিক নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে দ্রুত কার্যকর করা হবে। এছাড়া কিছু সুপারিশ রয়েছে যা নিয়ে ভিন্নমত নেই এবং দাপ্তরিক নির্দেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব— সেগুলোও দ্রুত বাস্তবায়িত হবে।

জুলাই সনদ অনুযায়ী, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। 
অধ্যাপক রীয়াজ বলেন, প্রথম ধাপে অধ্যাদেশ ও দাপ্তরিক আদেশ, দ্বিতীয় ধাপে গণভোট, এবং তৃতীয় ধাপে সাংবিধানিক সংস্কার পরিষদের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের নয় মাসের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই সংসদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। যদি সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে বাস্তবায়ন সম্পন্ন না করে, তাহলে জুলাই সনদের বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে।

এ সময় তিনি জানান, নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করার সুপারিশ করা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে।

জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে অধ্যাপক আলী রীয়াজ বলেন, যারা এখনও স্বাক্ষর করেননি, তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এনসিপির (ন্যাশনাল কনসেনসাস পার্টি) সঙ্গেও যোগাযোগ চলছে, আশা করছি তারাও শিগগিরই স্বাক্ষর করবে।

এর আগে মঙ্গলবার সকালে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়