News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৯, ২৮ অক্টোবর ২০২৫
আপডেট: ১৪:০০, ২৮ অক্টোবর ২০২৫

আল–আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি ফরমানকে অপসারণ

আল–আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি ফরমানকে অপসারণ

ফরমান আর চৌধুরী। ফাইল ছবি

আল–আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণ করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্তে অনাপত্তি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক, ফলে তিনি আর এ পদে ফিরতে পারবেন না।

সোমবার (২৭ অক্টোবর) ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে এমডির অপসারণে অনাপত্তি দিয়ে চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “আল–আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এমডিকে অপসারণের বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছে। এখন আর তার এই পদে থাকার সুযোগ নেই।”

এর আগে গত ১৩ এপ্রিল ফরমান আর চৌধুরীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ব্যাংকের পরিচালনা পর্ষদ। অভিযোগের তদন্তে খেলাপি ঋণের তথ্য গোপন, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম, সিএসআর তহবিলের অপব্যবহার, বেতনের বাইরে অতিরিক্ত অর্থ গ্রহণ ও ফেরত না দেওয়াসহ নানা অনিয়মে সম্পৃক্ততা পাওয়া যায়।

ব্যাংক সূত্র জানায়, এসব অনিয়মের কারণেই এমডিকে স্থায়ীভাবে অপসারণের সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।

আরও পড়ুন: মতিঝিল ও গুলশানে দেশের মোট ব্যাংক আমানতের প্রায় ২০ শতাংশ

দীর্ঘদিন আল–আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ব্যবসায়ী এস আলম গ্রুপের ভাই আব্দুস সামাদ লাবু। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে। নতুন পর্ষদ তদন্তে এমডির অনিয়মের প্রমাণ পেয়ে পদক্ষেপ নেয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়