News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৭, ২৮ অক্টোবর ২০২৫

আবারও কমলো স্বর্ণের দাম, প্রতিভরি ২,০৪,২৮৩ টাকা

আবারও কমলো স্বর্ণের দাম, প্রতিভরি ২,০৪,২৮৩ টাকা

ছবি: সংগৃহীত

দেশীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

একইভাবে, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম কমেছে ৩ হাজার ৪৯৯ টাকা, নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৯৯৮ টাকা, নতুন দাম ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৫৫৫ টাকা, নতুন দাম ১ লাখ ৩৮ হাজার ৯৪১ টাকা।

সোমবার (২৭ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: ৩২ বিলিয়ন ডলারের ওপরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

এছাড়া, রূপার দামও কমানো হয়েছে। ভালো মানের (২২ ক্যারেট) একভরি রূপার দাম ১,২২৪ টাকা কমিয়ে ৪,২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রূপা এখন ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট রূপা ৩,৪৭৬ টাকা, সনাতনী রূপা ২,৬০১ টাকা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়