News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২০, ২৮ অক্টোবর ২০২৫
আপডেট: ১১:২৪, ২৮ অক্টোবর ২০২৫

মায়ের ত্যাগ স্মরণ করে দলের ঐক্যের আহ্বান তারেক রহমানের

মায়ের ত্যাগ স্মরণ করে দলের ঐক্যের আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই বৈঠক। এর শেষ পর্বে ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করলে উপস্থিত নেতারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

তারেক রহমান বলেন, “আমার মা মৃত্যুর মুখোমুখি ছিলেন। ইচ্ছে করলে তাঁকে নিয়ে আসতে পারতাম, কিন্তু মা আপনাদের ছেড়ে আসেননি। ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েও আপনাদের ত্যাগ করেননি। যিনি এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ থাকুন।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা আমার মাকে ৪০ বছরের বাড়ি থেকে উচ্ছেদ করেছেন। মা সন্তানকেও হারিয়েছেন, তবুও কখনো আপস করেননি। কারণ, তাঁর লক্ষ্য ছিল একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা।”

একটি আদালতের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, “দুই মায়ের মধ্যে এক সন্তানের দাবিতে বিচারক বলেছিলেন, সন্তানকে দুই ভাগ করবেন। তখন আসল মা বলেছিলেন—না, অন্যজনকেই দিন, আমি দূর থেকে দেখব। আমি চাই, আপনারা সেই আসল মায়ের মতো হোন—ঐক্যের স্বার্থে ত্যাগ শিখুন। একজন প্রার্থীকে সবাই সম্মানের সঙ্গে গ্রহণ করুন, তাহলেই বিএনপি এগিয়ে যাবে।”

আরও পড়ুন: ঐক্যবদ্ধভাবে না হলে ভবিষ্যত কঠিন হবে: বরকত উল্যাহ বুলু

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “তারেক রহমানের বক্তব্য ছিল হৃদয়স্পর্শী। পুরো হলে এক সময় নীরবতা নেমে এসেছিল। দলের ঐক্যের বিষয়ে আমরা তাঁর প্রতি একাত্মতা জানিয়েছি।”

এর আগে গত রোববার রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তারেক রহমান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়