News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩০, ২৮ অক্টোবর ২০২৫
আপডেট: ১৩:৩৯, ২৮ অক্টোবর ২০২৫

নির্বাচন ঠেকানোর চেষ্টা জনগণ মেনে নেবে না: ফারুক

নির্বাচন ঠেকানোর চেষ্টা জনগণ মেনে নেবে না: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না।” 

তিনি বলেছেন, দেশকে বিভ্রান্তির দিকে না ঠেলে জামায়াতকে এখন জনপ্রিয়তা যাচাইয়ে ভোটের মাঠে আসতে হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর)  সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, “নির্বাচন এড়িয়ে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা বিএনপির কোনো নেতাকর্মী সফল হতে দেবে না।”

জামায়াতকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো।”

আরও পড়ুন: মায়ের ত্যাগ স্মরণ করে দলের ঐক্যের আহ্বান তারেক রহমানের

রাজনৈতিক বিভেদ না সৃষ্টির পরামর্শ দিয়ে বিএনপির এই নেতা বলেন, “কর্মসূচি নিয়ে মাঠে যান, সাহস থাকলে নির্বাচনে আসুন।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়