News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৩, ২৮ অক্টোবর ২০২৫

নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার হবে বলে আশা করা যায়। তিনি জানান, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানের পর তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন চলাকালে আনসার সর্বাধিক নিয়োজিত থাকবে। প্রতিটি নির্বাচনী কেন্দ্রে ১৩ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া এবার প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবেন।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সদস্যরা নিজেদের জীবন ও স্বার্থ পরোয়া না করে নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে জাতির সেবায় নিয়োজিত থাকেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি

তিনি উল্লেখ করেন, দেশের সর্ববৃহৎ এই বাহিনীর সদস্যরা বিভিন্ন প্রয়োজনে যাতায়াতজনিত সমস্যার সম্মুখীন হন। তাদের এ সমস্যার সমাধান ও সুবিধা বৃদ্ধির জন্য আজকের ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়