শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
ছবি: সংগৃহীত
তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফএডি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ফরাসি সংবাদ সংস্থার এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১১টার দিকে পশ্চিমাঞ্চলীয় সিনদিরগি শহরে এ ভূমিকম্প অনুভূত হয়। কম্পন অনুভূত হয় অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল ও পর্যটন নগরী ইজমিরসহ আশপাশের এলাকাতেও।
আরও পড়ুন: দুই বিমানবালাকে মারধর, শ্রীলঙ্কায় সৌদি নাগরিক গ্রেফতার
ভূমিকম্পের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, তিনটি ভবন ও একটি দোকান থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে এসব ভবন ধসে পড়লেও কেউ আহত বা নিহত হননি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








