News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৮, ২৮ অক্টোবর ২০২৫
আপডেট: ০৯:৫৮, ২৮ অক্টোবর ২০২৫

দেড় দশকের দাম্পত্য জীবনের ইতি টানছেন মাহি

দেড় দশকের দাম্পত্য জীবনের ইতি টানছেন মাহি

মাহি। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় টেলিভিশন তারকা মাহি ভিজ ও জয় ভানুশালীর দেড় দশকের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন মাহি। কয়েক মাস আগে তিনি বিচ্ছেদের আবেদন করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে।

দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন এই তারকা দম্পতি। চলতি বছরের জুলাইয়ে তাদের বিচ্ছেদের গুঞ্জন প্রথম ছড়ায়। সেসময় বিষয়টি নিয়ে মুখ না খুললেও সম্প্রতি জানা গেছে, জুলাই-আগস্টের মধ্যে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।

একসময় সামাজিক মাধ্যমে একসঙ্গে ভ্লগ তৈরি করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন জয় ও মাহি। তবে গত কয়েক মাসে তাদের একসঙ্গে দেখা যায়নি। ২০২৪ সালের জুলাইয়ে শেষবার তারা একসঙ্গে পারিবারিক ছবি পোস্ট করেছিলেন। এমনকি গত আগস্টে মেয়ে তারার জন্মদিনেও দুজনকে আলাদা দেখা গেছে।

আরও পড়ুন: সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেন জয়-মাহি দম্পতি। তাদের তিন সন্তান রয়েছে—এর মধ্যে দুজন দত্তক। তবে বিচ্ছেদ প্রসঙ্গে এখনো প্রকাশ্যে কিছু বলেননি তারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়