‘বিএনপি–এনসিপি জোটের সিদ্ধান্ত পরে জানানো হবে’
ছবি: সংগৃহীত
সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ চার সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল ৪টা ৪০ মিনিটে।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জোটভুক্ত হয়ে নির্বাচন করলেও প্রত্যেক দল নিজস্ব প্রতিকে নির্বাচন করা উচিত—এমন বিধানে আরপিওর আগের আইন বহাল রাখার অনুরোধ জানাতে আমরা আইন উপদেষ্টার কাছে এসেছি। আইন উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন আজকে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ায় ধন্যবাদ জানাচ্ছি। তবে, এই প্রতিবেদনে কিছু অনৈক্য তৈরি হয়েছে, যার সঙ্গে একমত নয় বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্যের বদলে অনেক অনৈক্যের সুপারিশও করেছে।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, এখন পর্যন্ত কোনো দল বলেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে—সরকারের এই প্রস্তুতিতে আমরা আশ্বস্ত।
আরও পড়ুন: ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য গড়তে চায় বিএনপি
ঐকমত্য কমিশনের একটি সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, ৯০ দিন বা ২৭০ দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হলে সেটা স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিবর্তন হবে—এমন সুপারিশ হাস্যকর।
তিনি আরও জানান, বিএনপির সঙ্গে এনসিপি জোটভুক্ত হয়ে নির্বাচন করবে কি না, তা জানাতে এখনো সময় আসেনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির সঙ্গে আলোচনা না করেই ঐকমত্য কমিশন অনেক সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, যেগুলোর সঙ্গে বিএনপি একমত নয়। দুই-এক দিনের মধ্যে বিএনপি এ বিষয়ে তাদের মতামত জানাবে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৈঠকে রাজনৈতিক দলগুলোর স্বাধীন প্রতীক ও বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে নির্বাচন প্রক্রিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমদের মন্তব্য থেকে স্পষ্ট হলো, বিএনপি সরকার নির্ধারিত ফেব্রুয়ারি নির্বাচনকে সমর্থন জানাচ্ছে এবং ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈধতা নিশ্চিত করতে আইন উপদেষ্টার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পথে রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








