News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৭, ২৮ অক্টোবর ২০২৫

২৫০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি

২৫০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি স্বরূপ দুই-তিন দিনের মধ্যে দেশের ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের জন্য ‘গ্রিন সিগন্যাল’ প্রদানের পরিকল্পনা করছে বিএনপি। 

দলের হাইকমান্ড জানিয়েছেন, অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে যাতে মাঠে দলীয় আধিপত্য বজায় রাখা যায়।

দেশের ৮টি বিভাগের ৩০০টি আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার (২৭ অক্টোবর) রাতে শেষ হয়েছে। এই সাক্ষাৎকারে সম্ভাব্য প্রার্থীরা দলের হাইকমান্ডের সঙ্গে মতবিনিময় করেছেন। হাইকমান্ড নেতা–কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনাও দিয়েছেন। 

শীর্ষ নেতারা বলছেন, দলীয় ঐক্য রক্ষা না হলে দল সংকটে পড়তে পারে। কেউ যদি দলীয় সিদ্ধান্তের বাইরে যায়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, দলীয় ঐক্য বজায় রাখতে হবে এবং ‘ধানের শীষ’-এর ইমেজ সজাগভাবে রক্ষা করতে হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে, সকলকে তার পক্ষে কাজ করতে হবে।

বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ জানান, বিভেদ রোধ করা এবং কোনো সতন্ত্র প্রার্থী যেন না হয়, সেই বিষয়গুলো নিয়েই হাইকমান্ড বৈঠক করেছে। 

আরও পড়ুন: জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: বিএনপি

তিনি জানান, চলতি মাসের মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ২০০ থেকে ২৫০ জনকে সবুজ সংকেত দেওয়া হবে। 

তিনি আরও জানান, মাঠ দখলে রাখার জন্য অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে।

দলের শীর্ষ নেতারা নেতাকর্মীদের সতর্ক করেছেন, দলীয় ঐক্য বিনষ্ট হলে পরিস্থিতি সংকটজনক হয়ে উঠবে। শীর্ষ পর্যায়ের নির্দেশনাও এসেছে, যাতে যোগ্য প্রার্থীদের যথাযথ মূল্যায়ন করা যায় এবং দলীয় ঐক্য অক্ষুণ্ণ থাকে।

এছাড়া, বিএনপির নীতিনির্ধারণী ফোরাম সদস্যরা বলেন, দলের চেয়ারপারস বেগম জিয়ার ত্যাগকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

মনোনয়ন প্রত্যাশীরা জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা স্পষ্ট – প্রতিটি নেতাকর্মীকে ঐক্য ধরে রাখতে হবে এবং ধানের শীষের ইমেজ রক্ষায় সতর্ক থাকতে হবে। নির্বাচনী মনোনয়ন পাওয়া যেকোনো প্রার্থীকে দলের সর্বস্তরের নেতা ও কর্মীদের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বিএনপি হাইকমান্ডের এই প্রস্তুতি ও দিকনির্দেশনা দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নেওয়া হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়