অস্ট্রেলিয়ায় রুপার খনিতে বিস্ফোরণ: ২ শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের কোবার শহরের এন্ডেভার রুপার খনিতে ভূগর্ভস্থ বিস্ফোরণে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে সিডনি থেকে প্রায় ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত খনিটিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সময় অনুযায়ী ভোরে খনিতে দুই ব্যক্তির গুরুতর আহত হওয়ার খবর পাওয়ার পরপরই জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ জানিয়েছে, ৬০ বছর বয়সী এক পুরুষ এবং ২০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই বয়সী অপর একজন নারীকে গুরুতর আহত অবস্থায় বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এ ঘটনার পর খনির সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
এন্ডেভার খনিটির বর্তমান মালিক প্রতিষ্ঠান পলিমেটালস রিসোর্সেস, যারা ২০২৩ সালে খনিটি অধিগ্রহণ করে।
প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান ডেভ স্প্রাউল এক বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা হতবাক এবং গভীরভাবে দুঃখিত। কর্মীদের পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।
কোবার শহরের মেয়র জ্যারড মার্সডেন বলেন, এটি একেবারে দুঃখজনক পরিস্থিতি। খনি থেকে বেরিয়ে আসা সবচেয়ে মূল্যবান জিনিস হলো খনি শ্রমিকরা। দুটি পরিবার এখন তাদের প্রিয়জনদের দেখতে পাবে না।
অস্ট্রেলিয়ায় খনি বিস্ফোরণে প্রাণহানির ঘটনা অত্যন্ত বিরল। সেফ ওয়ার্ক অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, ২০১৫ সালে কুইন্সল্যান্ডের একটি খনিতে সর্বশেষ এমন মৃত্যুর ঘটনা ঘটেছিল।
এন্ডেভার খনির ওয়েবসাইট অনুযায়ী, এটি ১৯৮২ থেকে ২০২০ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে চালু ছিল। নতুন মালিকরা ২০২৫ সালে রুপা, দস্তা এবং সিসা ধাতু উৎপাদনের জন্য পুনরায় কার্যক্রম শুরু করার প্রক্রিয়ায় ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








