শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গেমিফিকেশন লার্নিং প্রোগ্রাম
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো ‘গেমিফিকেশন লার্নিং প্রোগ্রাম’-এর আয়োজন করেছে GREC BD এবং Aemers Admission Worldwide।
রবিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর সানরাইজ প্লাজায় অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী ইভেন্ট, যেখানে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও কমিউনিটি লিডাররা।
প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, এই প্রোগ্রামটি বিশেষভাবে বর্তমান আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি। শিক্ষার্থীরা নিজেদের চিন্তাভাবনা, আলোচনা, দলবদ্ধ কাজ এবং জরিপ পরিচালনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গেমিফাইড লার্নিং সিস্টেম ডিজাইন করেছে। এতে অন্তর্ভুক্ত ছিল পাঁচটি ইন্টারেক্টিভ লার্নিং গেম, যা শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে শেখা, গঠনমূলক চিন্তা, দলগতভাবে কাজ করা এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জনে সহায়তা করে।
প্রোগ্রামের কার্যক্রমে শিক্ষার্থীরা মাল্টিপল-চয়েস, ফিল-ইন-দ্য-ব্ল্যাঙ্ক এবং ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ পদ্ধতির মাধ্যমে শিখেছে কিভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড ধাপে ধাপে বৃদ্ধি পায়, ব্যবসা ও ফাইন্যান্স বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত হয় এবং জীবন ও কর্মধারায় পরিবর্তন ঘটে।
আরও পড়ুন: যাত্রা করলো নতুন ৩টি নাগরিক সেবা কেন্দ্র
GREC BD-এর বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক হোসনে আরা বেগম বলেন, এই গেমের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সম্পর্কে সচেতন হবে এবং ক্রিটিক্যাল সমস্যাগুলো সমাধানে দক্ষতা অর্জন করবে। উচ্চ শিক্ষায় ভর্তিচ্ছুদের জন্য এটি একটি কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে।
তিনি আরও জানান, এই গেমটি তৈরি করেছে কিছু মেধাবী আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থী, যারা নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও কাজের সময়ের চ্যালেঞ্জ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করেছে।
ইভেন্টে অংশগ্রহণকারী ৫০-এর অধিক শিক্ষার্থী সনদপত্র অর্জন করেছে। তাদের অভিভাবকরা উপস্থিত থেকে সন্তানদের সাফল্য উদযাপন করেন। অতিথি ও কমিউনিটি লিডারদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
আয়োজকদের মতে, GREC BD এবং Aemers Admission Worldwide-এর এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটি উদ্ভাবনী পদক্ষেপ, যা ভবিষ্যতের শিক্ষণ পদ্ধতিকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে। তারা বিশ্বাস করেন, শিক্ষার্থীরা যদি এই গেম থেকে উপকৃত হয়, তবে এই উদ্যোগই হবে তাদের প্রকৃত সফলতার প্রতিফলন।
নিউজবাংলাদেশ.কম/পলি








