‘শাপলা’ প্রতীক বিষয়ে সিদ্ধান্ত এ সপ্তাহেই: ইসি
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ এখনো শেষ করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। মার্চে নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়ার সাত মাস পার হলেও এখনো গেজেট প্রকাশ করা হয়নি, যা রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল।
কমিশন জানিয়েছে, চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। এ–সংক্রান্ত ঘোষণা আগামীকাল (সোমবার) সংবাদ সম্মেলনে জানানো হবে।
রবিবার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “ভোটকেন্দ্রের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল সংবাদ সম্মেলন করে তা জানানো হবে। এ ছাড়া চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চূড়ান্ত করবে কমিশন।”
কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক–নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তারা আইন–শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে কমিশনের সংলাপ ও সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন বিষয়ে জানতে চান বলে জানান ইসি সচিব।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ
এ সময় প্রতিনিধিরা প্রযুক্তির অপব্যবহার রোধে কমিশনের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








