News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৯, ২৬ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:০০, ২৬ অক্টোবর ২০২৫

ভারতীয় সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ভারতীয় সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিহত শাকিল আহমদ। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাকিল আহমদ (২৫)। তিনি উপজেলার পাত্তিছড়া গ্রামের আব্দুর রহিম ওরফে সোনার চান্দের ছেলে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর স্থানীয় খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার।

আরও পড়ুন: বরিশালে গৃহবধূকে ধর্ষণ মামলায় চার জনের মৃত্যুদণ্ড

বিজিবি জানায়, বিকেল ৪টার দিকে কয়েকজন যুবক সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০০ গজ ভেতরে প্রবেশ করে সুপারি আনতে গেলে স্থানীয় খাসিয়ারা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শাকিল আহমদ নিহত হন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়