News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫০, ২৭ অক্টোবর ২০২৫

তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসছে ইসি

তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসছে ইসি

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বর মাসে। এর আগেই নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত থাকবেন অন্যান্য নির্বাচন কমিশনাররাও।

ইসির পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণের জন্য অন্তত ৩১ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিত ও বাস্তবায়নের উদ্দেশ্যে এই সভা আহ্বান করা হয়েছে।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসীকল্যাণ, পররাষ্ট্রসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এছাড়া অর্থ, আইন, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, টেলিযোগাযোগ, আইসিটি এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবদেরও সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ কয়েকটি দপ্তর ও সংস্থার প্রধানদেরও ডাকা হয়েছে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, ডাক অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক; বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান; এলজিইডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং কারা মহাপরিদর্শক।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করা হয়েছে যেন তিনি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক বা উপযুক্ত কোনো কর্মকর্তাকে সভায় পাঠান।

আরও পড়ুন: `জীবন থেকে পালাতে চেয়েছিলেন` মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালাম

এর আগে, ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইসি। গত সেপ্টেম্বর থেকে কমিশন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নাগরিক সমাজ, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দল ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেও আরও সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে ইসির।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়