তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসছে ইসি
ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বর মাসে। এর আগেই নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত থাকবেন অন্যান্য নির্বাচন কমিশনাররাও।
ইসির পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণের জন্য অন্তত ৩১ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিত ও বাস্তবায়নের উদ্দেশ্যে এই সভা আহ্বান করা হয়েছে।
আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসীকল্যাণ, পররাষ্ট্রসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এছাড়া অর্থ, আইন, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, টেলিযোগাযোগ, আইসিটি এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবদেরও সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।
পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ কয়েকটি দপ্তর ও সংস্থার প্রধানদেরও ডাকা হয়েছে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, ডাক অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক; বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান; এলজিইডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং কারা মহাপরিদর্শক।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করা হয়েছে যেন তিনি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক বা উপযুক্ত কোনো কর্মকর্তাকে সভায় পাঠান।
আরও পড়ুন: `জীবন থেকে পালাতে চেয়েছিলেন` মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালাম
এর আগে, ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইসি। গত সেপ্টেম্বর থেকে কমিশন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নাগরিক সমাজ, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দল ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেও আরও সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে ইসির।
নিউজবাংলাদেশ.কম/এসবি








