News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৬, ২৭ অক্টোবর ২০২৫

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতে অন্তত শতাধিক আহত হয়েছেন। গতকাল রবিবার (২৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সংঘর্ষের সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ভাঙচুর ও বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।   

স্থানীয়রা বলেন, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা গেছে, রাত ৯টার দিকে ‘ব্যাচেলর প্যারাডাইস’ নামের একটি ভবনের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু ফেলা নিয়ে ঘটনার শুরু হয়। ওই থুথু ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এই নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের আবাসিক ভবনে হামলা ও ভাঙচুর চালায়। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় দুই দিনের শোক ঘোষণা

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাজারেরও বেশি শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ তাদের প্রথমে তাদের বাধা দেয়। বিরাজ করে টানটান উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকিং করে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়। তবে একপর্যায়ে সকল বাঁধা উপেক্ষা করে রাত সাড়ে তিনটার দিকে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে হামলা চালানো হয়। ভোর পাঁচটা পর্যন্ত চলে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে অগ্নিসংযোগের তথ্য পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো জানা যায়নি।

এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ক্যাম্পাস ছাড়াও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীবাহী যানবাহন চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি থমথমে। অপ্রীতিকর মোকাবিলায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়