সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে এবং সোমবার কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া হাতাহাতির প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজ থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে পৌঁছে অবরোধ করেন। এতে মোড়ের একাংশে গাড়ি ও যানচলাচল বন্ধ থাকে।
আরও পড়ুন: ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্তির কথা বলা হয়েছে, যা কলেজটির শত বছরের ঐতিহ্য ধ্বংস করবে। তাই তারা আইন সংশোধনের জন্য রাজপথে নেমেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি