News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৩, ২৭ অক্টোবর ২০২৫
আপডেট: ১৪:৩৩, ২৭ অক্টোবর ২০২৫

উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

ফাইল ছবি

উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (২৭ অক্টোবর) সরকারের এক বিবৃতিতে জানানো হয়, গতকাল (রবিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মাহফুজ আলমের দেওয়া বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে—এমন তথ্য সঠিক নয়। সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলবে।

এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিতভাবে দায়িত্ব পালন করবে এবং পরিষদের বৈঠকও আগের মতোই অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু

উল্লেখ্য, এর আগে রবিবার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, নভেম্বরের পর মন্ত্রিসভার (উপদেষ্টা পরিষদ) বৈঠক আর হবে না; তখন সরকার নির্বাচন কমিশনের অধীনে তার ভূমিকা পালন করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়