News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৭, ২৭ অক্টোবর ২০২৫

ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে অন্তর্বর্তী সরকার

ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে অন্তর্বর্তী সরকার

ফাইল ছবি

নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার নিয়মিত দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে সরকার। সেই সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। 

সোমবার (২৭ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিবৃতিটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রবিবার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোটার্স প্রোগ্রাম’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে।

বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, “সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে” — এই বক্তব্যটি সঠিক নয়। বরং, সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে এবং তা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আগামী নির্বাচনে সারাদেশে ভোটকেন্দ্র ৪২,৭৬১টি

উল্লেখ্য, রবিবার (২৬ অক্টোবর) ‘মিট দ্য রিপোটার্স প্রোগ্রাম’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে এর মধ্যে ১৩টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে কেবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের মধ্যে করতে চাই। আমাদের সময়সীমা আগে ছিল তিন মাস, এখন আছে এক মাস। কারণ এই জিনিসগুলো কেবিনেটেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করে করতে হবে। যেগুলো নভেম্বরের পরে আর করতে পারব না।

তার ওই বক্তব্যের পর গণমাধ্যমে সরকারের সংস্কার কার্যক্রমের সময়সীমা নিয়ে নানা ধরনের ব্যাখ্যা প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, সংস্কার কার্যক্রম সীমিত বা স্থগিত হচ্ছে না; বরং চলমান নীতিমালা ও প্রশাসনিক সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়