এক মাস করা হলো সৌদিতে ওমরাহ ভিসার মেয়াদ
 
									ছবি: সংগৃহীত
সৌদি আরব সরকার ওমরাহ ভিসার মেয়াদ আগের তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে। নতুন এই নীতি আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। তবে হজ ভিসার মেয়াদ আগের মতো তিন মাসই থাকবে।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ওমরাহ ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো যাত্রী সৌদি আরবে প্রবেশের জন্য নাম নথিভুক্ত না করেন, তাহলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভিসা ব্যবস্থাপনা সহজতর করতে এবং ওমরাহযাত্রীদের প্রবেশ প্রক্রিয়া সরল করতে।
ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন, “ঠান্ডার মাসগুলোতে মক্কা ও মদিনায় যাত্রীদের সংখ্যা বেশি হয়। যাতে বেশি ভিড় না হয়, তার জন্যই ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে।”
এর আগে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা এবং কাজের ভিসাধারীরাও ওমরাহ পালন করতে পারবেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে প্রাণ গেল বিশ্বজয়ী হাফেজ ত্বকীর
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওমরাহযাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা এবং সেবার পরিধি বাড়ানোর জন্য। এটি সৌদির ভিশন ২০৩০ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নিউজবাংলাদেশ.কম/এসবি






































