হজে অব্যবহৃত ৩৭ কোটি টাকা এজেন্সিগুলোকে ফেরত দেবে সরকার

ছবি: সংগৃহীত
গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা দেশের ৮৩১টি হজ এজেন্সিকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তবে হজযাত্রীরা এই অর্থ ফেরত পাবেন না বলেও স্পষ্ট করেছেন তিনি।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, “এজেন্সিগুলো তাদের ব্যবসায়িক স্বার্থে নির্ধারিত সীমার চেয়ে বেশি অর্থ পাঠিয়েছিল। সেই উদ্বৃত্ত অর্থ সৌদি সরকার ফেরত দিয়েছে। তাই এ টাকা এজেন্সিগুলোকেই ফেরত দেওয়া হবে।”
আগামী হজের নিবন্ধনের সময়সীমা বাড়ানো হতে পারে জানিয়ে তিনি বলেন, “২০২৬ সালের পবিত্র হজের জন্য ১২ অক্টোবর পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন করেছেন। আগামী ১৪ তারিখ সৌদি সরকারের সঙ্গে বৈঠকে আমরা নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ জানাবো।”
আরও পড়ুন: ওমরাহ নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার
‘সেফ এক্সিট’ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সেফ এক্সিটের প্রশ্নই ওঠে না। আমরা কোনো টাকা লুট করিনি।”
নিউজবাংলাদেশ.কম/এসবি