টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
ফাইল ছবি
টঙ্গীর তুরাগ নদের তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই ইজতেমা আগামী ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, জোড় ইজতেমা মূলত বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতির অংশ। প্রতিবছর ইজতেমার ৪০ দিন পূর্বে এটি আয়োজন করা হয়। এ ইজতেমায় দেশ-বিদেশের চিল্লাধারী মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং বছরের কাজের কর্মপরিকল্পনা উপস্থাপন ও মুরব্বিদের কাছ থেকে রাহবারি গ্রহণের সুযোগ পান।
জোড় ইজতেমার প্রথম দিনে মোট ১৭টি দেশের ৪৩৬ জন বিদেশি মুসল্লি ময়দানে উপস্থিত ছিলেন। এদের মধ্যে পাকিস্তান থেকে ৩০৮ জন, ভারত থেকে ৭০ জন, কিরগিজস্তান থেকে ১০ জন, কানাডা থেকে ৯ জন, মিয়ানমার থেকে ৩ জন, ইয়েমেন থেকে ৪ জন, চীন থেকে ১ জন, সৌদি আরব থেকে ৬ জন, তিউনিসিয়া থেকে ১ জন, যুক্তরাজ্য থেকে ৭ জন, ইতালি থেকে ২ জন, নাইজার থেকে ১ জন, আফগানিস্তান থেকে ৬ জন, আমেরিকা থেকে ১ জন, জার্মানি থেকে ১ জন এবং জাপান থেকে ১ জন মুসল্লি ময়দানে অবস্থান নিয়েছেন।
আরও পড়ুন: দেখা গেল জমাদিউস সানির চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু
প্রথম দিনের গুরুত্বপূর্ণ বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক, পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা, এবং দিল্লির মাওলানা আব্দুর রহমান। জুমার জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ। এই পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় কেবল তিন চিল্লার সময় সম্পন্ন করা দেশ-বিদেশের মুসল্লিরা অংশ নিতে পারেন, যাতে ইজতেমার স্বতন্ত্র মর্যাদা বজায় থাকে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, জোড় ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আয়োজকরা উল্লেখ করেছেন, জোড় ইজতেমার মাধ্যমে দেশের চিল্লাধারী মুসল্লি ও আন্তর্জাতিক অতিথিরা সারা বছরের জন্য সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং মুরব্বিদের পরামর্শ অনুযায়ী কাজ করে থাকে।
নিউজবাংলাদেশ.কম/পলি








