News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২২, ২৮ নভেম্বর ২০২৫

ওয়াং ফুক কোর্টে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১২৮

ওয়াং ফুক কোর্টে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১২৮

ছবি: সংগৃহীত

হংকংয়ের তাইপো এলাকার ‘ওয়াং ফুক কোর্ট’ নামের বহুতল আবাসিক কমপ্লেক্সে বুধবার (২৬ নভেম্বর) ভয়াবহ আগুন লেগে বিশাল ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। আগুনের দ্রুত বিস্তার ও নির্মাণকাজ চলা ভবনের কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় নিয়ন্ত্রণে আনা ও উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে, আহত হয়েছেন আরও ৭৯ জন। 

ফায়ার সার্ভিসের ধারণা, ভবনের ভেতরে এখনও শতাধিক মানুষ আটকা থাকতে পারেন।

স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে মোট আটটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপ্লেক্সের সব ভবনে তখন সংস্কারকাজ চলছিল এবং বাঁশের মাচা ও সুরক্ষামূলক জাল স্থাপন করা হয়েছিল। 

দমকল বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, আগুনের এই কাঠামোগত বাধা দ্রুত বিস্তার ঘটায়, ফলে নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

ফায়ার সার্ভিসের ১২০০’রও বেশি কর্মী ঘটনাস্থলে মোতায়েন ছিলেন। 

প্রাথমিকভাবে ভবনের অর্ধেক উচ্চতা পর্যন্ত উদ্ধার তৎপরতা সম্ভব হয়েছে। উচ্চ তাপমাত্রা ও আংশিক ধ্বংসপ্রাপ্ত কাঠামোর কারণে পুরো ভেতরের এলাকায় পৌঁছানো কঠিন হচ্ছে।

ওয়াং ফুক কোর্টে মোট ৪৬০০-এর বেশি মানুষ বসবাস করতেন। মৃতের মধ্যে ৩৭ বছর বয়সী একজন দমকলকর্মী রয়েছেন। এছাড়া আহতদের মধ্যে আরও ১১ জন দমকলকর্মী রয়েছেন। 

নিরাপত্তা সচিব ক্রিস ট্যাং পিং-কেউং জানিয়েছেন, ভবনের ভেতরে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় আরও মরদেহ পাওয়া যেতে পারে। প্রায় ২০০ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং ৮০টির বেশি মরদেহ শনাক্ত করা যাচ্ছে না।

আরও পড়ুন: হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৯৪

এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আগুনের সঠিক সূত্রপাত ও প্রকৃত কারণ তদন্তাধীন। 

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছে, সম্পূর্ণ তদন্তের জন্য কয়েকদিন সময় লাগতে পারে।

হংকংয়ে ছয় দশকের মধ্যে এই অগ্নিকাণ্ডকে সবচেয়ে ভয়াবহ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমসহ সরকারি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দমকলকর্মীরা এখন পর্যন্ত ভবন থেকে ৫৫ জনকে জীবিত উদ্ধার করেছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও ভবনের ভেতরের ধোঁয়া ও অস্থির কাঠামোর কারণে উদ্ধার কাজ সীমিত গতিতে চলতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়