আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি ও উত্তর মালুকু প্রদেশে গত কয়েক দিনে ভূমিকম্পের ধাক্কায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় নর্থ সুলাওয়েসির তন্দানো অঞ্চলের দক্ষিণে ২৯ কিলোমিটার দূরে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
স্থানীয় প্রশাসন এবং সংবাদ মাধ্যমের বরাত অনুযায়ী, এতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ইউএস জিওলজিকাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা প্রায় ১২০.৯ কিলোমিটার, যা অপেক্ষাকৃত গভীর হওয়ায় বড় ধরনের ধ্বংসাত্মক প্রভাব পড়েনি। এটি ইন্দোনেশিয়ার সাম্প্রতিক ভূমিকম্পের মধ্যে সর্বশেষ।
এর আগের রবিবার (২৩ নভেম্বর) উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়। সেখানে ও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: এবার ইন্দোনেশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল। দেশটির বিভিন্ন অংশে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হওয়ায় এখানে প্রায়শই ভূমিকম্পের ঝুঁকি থাকে। স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং জরুরি প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে।
সাম্প্রতিক এই ভূমিকম্পগুলোই আবারও ইঙ্গিত দেয় যে, ইন্দোনেশিয়ায় প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি সবসময় বিদ্যমান, যদিও সর্বশেষ ঘটনাগুলোতে সরাসরি ক্ষতি ঘটেনি।
নিউজবাংলাদেশ.কম/পলি








