News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০০, ২৭ নভেম্বর ২০২৫

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ সেনাপ্রধানের

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সাঁজোয়া কোরের সদস্যদের আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের নিরাপত্তা–চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, কোরের প্রতিটি সদস্যই পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে দেশের সেবায় অনন্য ভূমিকা রেখে যাবে।

বুধবার বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এসিসিঅ্যান্ডএস) আয়োজিত সাঁজোয়া কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সেনাপ্রধান এ আহ্বান জানান।

আন্ত-বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সম্মেলনস্থলে পৌঁছালে সেনাপ্রধানকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (এটিডিওসি) জিওসি, সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার এবং এসিসিঅ্যান্ডএস কমান্ড্যান্ট।

বক্তৃতায় জেনারেল ওয়াকার-উজ-জামান সাঁজোয়া কোরের গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরে বলেন, মাতৃভূমির প্রতিরক্ষায় এই কোর অতীতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তেমনই অবদান রাখতে হবে। 

আরও পড়ুন: ‘নির্বাচনে ইসিকে সহায়তা নিশ্চিত করবে সেনাবাহিনী’

তিনি আধুনিক যুদ্ধ পরিস্থিতি, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক নিরাপত্তা পরিবেশের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রশিক্ষণ কার্যক্রম আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ইউনিট অধিনায়ক ও উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে কোরসহ পুরো সেনাবাহিনীর সংগঠনগত উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং আধুনিক সামরিক নীতিমালা অনুসরণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সম্মেলনে এটিডিওসি-এর জিওসি, সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক, অ্যাডজুট্যান্ট জেনারেল, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সাঁজোয়া ব্রিগেডের প্রতিনিধি, দেশের বিভিন্ন সাঁজোয়া ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

দিনব্যাপী এই সম্মেলনে সাঁজোয়া কোরের প্রশিক্ষণ, পরিচালন দক্ষতা, প্রযুক্তি সংযোজন এবং ভবিষ্যৎ পরিকল্পনা–সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়