গিনি-বিসাউয়ে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট এমবালো আটক
ছবি: সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে ক্ষমতাচ্যুত করেছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এক ভিডিওবার্তায় অভ্যুত্থানের ঘোষণা দিয়ে জানান, প্রেসিডেন্ট এমবালোকে আটক করা হয়েছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট এমবালো ছাড়াও তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস, সাবেক প্রধানমন্ত্রী ডোমিঙ্গোস পেরেইরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী বটশে কান্ডেকে সেনারা হেফাজতে নিয়েছে। একইসঙ্গে সেনাপ্রধান জেনারেল বিআগে না এনটান এবং তার ডেপুটি জেনারেল মামাদু টুরেকেও আটক করা হয়েছে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় স্কুলে হামলা, ২২৭ শিক্ষার্থী-শিক্ষক অপহরণ
অভ্যুত্থানের পরপরই দেশটির চলমান প্রেসিডেন্সিয়াল নির্বাচনি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আকাশ, জল ও স্থলপথের সব সীমান্ত। দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ। এর আগে রাজধানী বিসাউয়ে প্রেসিডেন্টের বাসভবন, নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গোলাগুলির শব্দ শোনা যায়।
প্রেসিডেন্ট এমবালো নিজেও গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কয়েকদিন আগে সংবিধানবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সেনাবাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেফতার করার পর থেকেই সরকার ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা তীব্র হয়। এরই ধারাবাহিকতায় বুধবারের অভ্যুত্থান সংঘটিত হয়েছে।
উল্লেখ্য, রবিবার অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফল বৃহস্পতিবার ঘোষণা করার কথা ছিল। কিন্তু সেনা অভ্যুত্থানের কারণে সেই প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








