News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১১, ২৬ নভেম্বর ২০২৫

হংকংয়ে বহুতল আবাসিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪

হংকংয়ে বহুতল আবাসিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪

ছবি: সংগৃহীত

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি ঘনবসতিপূর্ণ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টা ৫১ মিনিটে তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামের আবাসন কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। 

আটটি ব্লক নিয়ে গঠিত এই কমপ্লেক্সে প্রায় দুই হাজার আবাসিক ইউনিট রয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, সংস্কার কাজে ব্যবহৃত বাঁশের ভারা থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত একাধিক ভবনে ছড়িয়ে পড়ে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, প্রথমে ওয়াং চিওং হাউস নামের একটি ভবনে আগুন লাগে। এরপর তা পাশের ওয়াং তাই হাউস ও ওয়াং শিং হাউসে ছড়িয়ে পড়ে। 

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একাধিক ৩৫ তলা টাওয়ারে আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।

আরও পড়ুন: পাকিস্তান কখনো গোপন হামলা চালায় না: আইএসপিআর

হংকং সরকারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত সাতজনকে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে, দুজনের অবস্থা গুরুতর এবং একজন স্থিতিশীল। আহতদের মধ্যে অন্তত একজন নারী ও একজন পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। আগুন নেভাতে গিয়ে কিছু দমকলকর্মীও আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। নিরাপত্তার কারণে পাশের একটি মহাসড়কের কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস বিভাগ আশপাশের বাসিন্দাদের ঘরে অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ জনগণকে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

গত মাসেও হংকংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার একটি ভবনের মাচায় আগুন লেগে অন্তত চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ধারাবাহিক এসব অগ্নিকাণ্ডে শহরের বহুতল ভবনগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

সূত্র: বিবিসি, এএফপি, সাউথ চায়না মর্নিং পোস্ট, চায়না ডেইলি, আরটিএইচকে

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়