News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১০, ২৬ নভেম্বর ২০২৫

৬৪ জেলায় নতুন এসপি পদায়নের প্রজ্ঞাপন জারি

৬৪ জেলায় নতুন এসপি পদায়নের প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি

দেশের ৬৪টি জেলায় নতুন করে পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। এসব এসপিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের উল্লেখিত কর্মকর্তাদের জনস্বার্থে নির্দিষ্ট পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

নতুন পদায়নে দিনাজপুরের এসপি মো. মিজানুর রহমানকে ঢাকা জেলায়, কুমিল্লার এসপি মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে চট্টগ্রামে, বরিশালের এসপি মো. শরিফ উদ্দীনকে গাজীপুরে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি মো. হাবীবুল্লাহকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: অপরিচিত দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জোরদারের নির্দেশ

এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে এসব এসপি নির্বাচন করা হয়।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়