News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৪, ২৬ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ে হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত

পঞ্চগড়ে হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে হিমেল হাওয়ার দাপটে শীত জেঁকে বসেছে। ভোরের কনকনে হিমেল হাওয়ায় জমে থাকা অতিরিক্ত আর্দ্রতা মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। যদিও সূর্য ওঠার পর আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হয়।

বুধবার (২৬ নভেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এর আগে মঙ্গলবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল মৌসুমের অন্যতম কম তাপমাত্রা। সোমবার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিনের ধারাবাহিক ওঠানামায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।

আরও পড়ুন: ১৬ ইউনিটের চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কড়াইলের আগুন

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, শীত নামতে শুরু করেছে। ডিসেম্বরের শুরুতে শীত আরও বাড়বে, এমনকি শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়