শেখ হাসিনার দুই লকার থেকে উদ্ধার ৮৩২ ভরি স্বর্ণ
ছবি: সংগৃহীত
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের দুই লকার থেকে ৮৩২ ভরি সোনার গয়না উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। লকার দুটি আগে থেকেই জব্দ অবস্থায় ছিল বলে জানিয়েছেন এনবিআরের একজন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আদালতের অনুমতি নিয়ে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। এ সময় সিআইসি ছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনবিআর সূত্র জানায়, রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার ছিল। সম্পদের তথ্য গোপন ও কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে লকার দুটি জব্দ করে সিআইসি।
এর এক সপ্তাহ আগে ১০ সেপ্টেম্বর রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ১২৮ নম্বর লকারও জব্দ করে এনবিআর। ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব জব্দ করা হয়। এর একটি হিসাবে ১২ লাখ টাকার এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা পাওয়া গেছে।
সিআইসির শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে লকার দুটি খুলেছি। সেখানে মোট ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে। এখন তার (শেখ হাসিনা) আয়কর রিটার্নে দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে মিলিয়ে দেখা হবে।”
এর আগে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় করা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন এবং তার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেন।
আরও পড়ুন: ক্ষমতা দীর্ঘায়ু হলে স্বেচ্ছাচারিতা বাড়ে: ফখরুল
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে কর ফাঁকি, অবৈধ উপার্জন ও দুর্নীতির তদন্ত শুরু করে।
দুদকের আবেদনে আদালত ইতিমধ্যেই শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে অবরোধ আরোপ করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








