১৬ ইউনিটের চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কড়াইলের আগুন
ছবি: নিউজবাংলাদেশ
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। ঘনবসতি এবং ঘরগুলো টিন, কাঠ ও বাঁশের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বাসিন্দারা মূল্যবান জিনিসপত্র নিরাপদে সরানোর চেষ্টা করছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
তীব্র যানজট অতিক্রম করে প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পানির তীব্র অভাব এবং আগুনের দ্রুত বিস্তার দেখা দেয়ায় আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তালহা বিন জসীম জানান, বস্তির ভেতরে পানি সংগ্রহ করা কঠিন হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আমাদের ইউনিট সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন বস্তির মধ্যভাগে দাউ দাউ করে ছড়িয়ে পড়েছে এবং গুলশান-১ লেক বরাবর প্রায় পুরো এলাকা জ্বলে উঠেছে। বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিজেরা নিরাপদ স্থানে চলে যাচ্ছেন।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস বস্তির ভেতরে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করেছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে, যাতে উদ্ধারকাজে কোনো ব্যাঘাত না ঘটে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তবে স্থানীয়রা জানিয়েছে, শত শত ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। কড়াইল বস্তি দীর্ঘদিন ধরে নিম্ন আয়ের মানুষের বসতি, যেখানে বিভিন্ন সময়ে আগুনের ঘটনা ঘটেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








