News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৫, ২৩ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না

শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় জেড আই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। 

গুম, নির্যাতন ও হত্যার অভিযোগে টিএফআই সেল ও জেআইসি সেলের অধীনে দায়ের হওয়া মামলায় তার পক্ষে লড়বেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল–১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। 

প্যানেলে আরও ছিলেন বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। একই সঙ্গে পলাতক অন্যান্য আসামিদের পক্ষেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

রবিবার সকাল সাড়ে ১১টায় গুমের দুই মামলার ধারাবাহিক শুনানি শুরু হয়। 

প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানি শেষে প্রথম মামলায় ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয় আগামী ৩ ডিসেম্বর। অপর মামলার ১৩ আসামির বিষয়ে শুনানি হবে ৭ ডিসেম্বর।

এদিনের শুনানির তারিখ পূর্বনির্ধারিত ছিল না। ২০ নভেম্বরের ধার্য শুনানি প্রসিকিউশনের আবেদনে পিছিয়ে দেওয়া হয়। পরে নতুন তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল। এর আগে ২৬ অক্টোবর ভিন্ন এক প্যানেল অভিযোগ গঠন শুনানির প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা দিয়েছিল।

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় ১৩ সামরিক কর্মকর্তাদের ট্রাইব্যুনাল হাজির

রবিবার সকাল ১০টার দিকে বিশেষ প্রিজনভ্যানে করে সেনা হেফাজতে থাকা ১৩ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যদের অতিরিক্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। 

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।

গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা ওই কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পলাতক আসামিদের হাজির করতে সাত দিনের মধ্যে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রসিকিউশন গত ৮ অক্টোবর পৃথক দুই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। টিএফআই সেলের গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১৭ জনকে এবং জেআইসি সেলের ঘটনায় আরও ১৩ জনকে আসামি করা হয়। প্রথম মামলায় ১০ সেনা কর্মকর্তা গ্রেফতার আছেন, দ্বিতীয় মামলায় গ্রেফতার আছেন ৩ জন; বাকিরা পলাতক।

গত আগস্টে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্সে লড়তে আবেদন করেছিলেন জেড আই খান পান্না। তবে সে সময় ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে জানায়—মামলার পর্যায় অনুযায়ী নতুন আইনজীবী নিয়োগের সুযোগ নেই। পরবর্তীতে পরিস্থিতি পরিবর্তিত হলে আজ তার আবেদন মঞ্জুর হয়।

শেখ হাসিনার পাশাপাশি অভিজ্ঞ আইনজীবী এম হাসান ইমামকেও একই মামলায় স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। 

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, পলাতক ও গ্রেফতার উভয় শ্রেণির আসামিদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনগত সহায়তা প্রদান বাধ্যতামূলক হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়